সালাম তাসির স্বপ্নের শব্দ গহ্বরএকটি মৃতমুখ ভেসে ওঠে রোজএকজন অগ্নি উপাসকনক্ষত্রের হাতে মঙ্গল দীপ জ্বেলেধ্যানমগ্ন হয় চাঁদঘরে।পথ ভুলে যাওয়া হাত ঘড়িটাদম বন্ধ করে হাসেঅতীত সামনে এসে হামাগুড়ি দেয় স্মৃতির উঠোনেসবে দখিনা হাওয়ায় একটি পাখিকোকিল সুরে সুর মেলালেআমি সন্তর্পণে শব্দ গহ্বর হয়ে...